হিজবুল্লাহ দৈনিক এক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা রাখে: ইসরাইলি কমান্ডার
https://parstoday.ir/bn/news/west_asia-i69706-হিজবুল্লাহ_দৈনিক_এক_হাজার_ক্ষেপণাস্ত্র_ছোড়ার_ক্ষমতা_রাখে_ইসরাইলি_কমান্ডার
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার মেজর জেনারেল ইউয়িল এস্ট্রিক বলেছেন, লেবাননের হিজবুল্লাহ প্রতিদিন এক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করেছে। ইসরাইলি নিউজ সাইট 'ওয়ালা'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ১৯, ২০১৯ ২১:২২ Asia/Dhaka
  • মেজর জেনারেল ইউয়িল এস্ট্রিক
    মেজর জেনারেল ইউয়িল এস্ট্রিক

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার মেজর জেনারেল ইউয়িল এস্ট্রিক বলেছেন, লেবাননের হিজবুল্লাহ প্রতিদিন এক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করেছে। ইসরাইলি নিউজ সাইট 'ওয়ালা'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইসরাইলের উত্তরাঞ্চলের এই কমান্ডার বলেন, হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর যেকোনো হামলা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।

ইউলি এস্ট্রিক বলেন, হিজবুল্লাহ ইসরাইলের কৌশলগত অবস্থানে হামলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। এ অবস্থায় লেবাননের সঙ্গে যুদ্ধ হলে ইসরাইল উত্তর সীমান্তের সব আবাসিক এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেবে বলে তিনি জানান। 

এর আগে ইসরাইলের আরেক সামরিক কমান্ডার তামির ইয়াদাই বলেছেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরাইলের যেকোনো স্থানে হামলা চালাতে পারবে এবং তাদের ক্ষেপণাস্ত্রগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯