আমেরিকা সামরিক লড়াইয়ে পরাজিত হয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞাও ব্যর্থ হবে: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i69929-আমেরিকা_সামরিক_লড়াইয়ে_পরাজিত_হয়েছে_অর্থনৈতিক_নিষেধাজ্ঞাও_ব্যর্থ_হবে_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান শেইখ আলী দামুশ বলেছেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাও ব্যর্থ করে দেওয়া হবে। তিনি লেবাননের নাবতিয়ে শহরে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২৮, ২০১৯ ১৭:৫৭ Asia/Dhaka
  • শেইখ আলী দামুশ
    শেইখ আলী দামুশ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান শেইখ আলী দামুশ বলেছেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাও ব্যর্থ করে দেওয়া হবে। তিনি লেবাননের নাবতিয়ে শহরে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমেরিকা বিভিন্ন ফ্রন্টে হিজবুল্লাহর কাছে পরাজিত হওয়ার পর এখন অর্থনৈতিক অবরোধের পথ বেছে নিয়েছে। তারা এ ক্ষেত্রেও প্রতিরোধ সংগ্রামীদের কাছে পরাজিত হবে। 

শেইখ আলী দামুশ বলেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তার মিত্ররা সামরিক যুদ্ধে পরাজিত হয়েছে। শত্রুরা বহুবার প্রতিরোধ সংগ্রামীদেরকে পরীক্ষা করেছে। তারা চাপ সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ সংগ্রামীদের মনোবল নষ্ট করার চেষ্টা করেছে। প্রতিরোধ সংগ্রামকে নতিস্বীকারে বাধ্য করতে চেয়েছে। কিন্তু প্রতিরোধ সংগ্রামীরা এখনও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছে। 

হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান বলেন, শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও লেবাননের ভেতরে হিজবুল্লাহর শক্তি, জনপ্রিয়তা ও সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। আমেরিকার অশুভ লক্ষ্য অপূর্ণই রয়ে গেছে। #

পার্সুডে/সোহেল আহম্মেদ/২৮