মার্কিন রাষ্ট্রদূতের সাফাই: তীব্র নিন্দা জানাল ফিলিস্তিনি সংগঠনগুলো
https://parstoday.ir/bn/news/west_asia-i71064-মার্কিন_রাষ্ট্রদূতের_সাফাই_তীব্র_নিন্দা_জানাল_ফিলিস্তিনি_সংগঠনগুলো
জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের প্রতি সাফাই গাওয়ায় মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যানের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ০৯, ২০১৯ ১০:৫৮ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেবিড ফ্রাইডম্যান
    ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেবিড ফ্রাইডম্যান

জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের প্রতি সাফাই গাওয়ায় মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যানের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা বাসেম নাঈম বলেছেন, “মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে আমেরিকার উগ্র নেতৃত্বের ধ্বংসাত্মক চিন্তাধারা ফুটে উঠেছে।” নাঈম আরো বলেন, “মার্কিন রাষ্ট্রদূত উগ্র ইহুদিবাদী নেতাদের সঙ্গে সুর মিলিয়ে বক্তব্য রেখেছেন এবং তার এ মন্তব্য আরব জাতির প্রতি মার্কিন সরকারের অবজ্ঞা ফুটিয়ে তুলেছে।”

ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেবিড ফ্রাইডম্যান গতকাল (শনিবার) বলেছেন, অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের অন্তত কিছু অংশ দখলে রাখার অধিকার তেল আবিবের রয়েছে।  তিনি নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, কিছু সুনির্দিষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে পশ্চিম তীরের কিছু অংশ দখলে রাখার অধিকার আছে ইসরাইলের।

ইসলামি জিহাদ আন্দোলনের মুখপাত্র দাউদ শিহাব

তার এ বক্তব্যের নিন্দা জানিয়ে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মুখপাত্র দাউদ শিহাব বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত একজন ইহুদিবাদী বসতি স্থাপনকারীর মতোই কথা বলেছেন যে কথায় বসতি স্থাপনকারী নেতাদের বক্তব্যের প্রতিধ্বনি শোনা যাচ্ছে।

ফিলিস্তিনের ফাতাহ আন্দোলন এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যকে ইহুদিবাদীদের সর্বগ্রাসী ও দখলদার মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছে।  বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদীরা ফিলিস্তিনি জাতির অস্তিত্ব ও অধিকার ধ্বংস করার যে অপতৎপরতা  চালাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যের মাধ্যমে সে প্রচেষ্টা এগিয়ে নেয়ার দায়িত্ব পালন করেছেন।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৯