আঞ্চলিক ঘটনায় চটজলদি সিদ্ধান্ত না নিতে সৌদিকে সতর্ক করেছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/west_asia-i73884-আঞ্চলিক_ঘটনায়_চটজলদি_সিদ্ধান্ত_না_নিতে_সৌদিকে_সতর্ক_করেছে_পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, আঞ্চলিক ঘটনাবলীতে সৌদি আরবকে কোনো রকমের চটজলদি সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে সতর্ক করেছে ইসলামাবাদ। তিনি বলেন,  এ ধরনের তাড়াহুড়ো সিদ্ধান্তের কারণে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৯ ১৮:৫৭ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি
    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, আঞ্চলিক ঘটনাবলীতে সৌদি আরবকে কোনো রকমের চটজলদি সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে সতর্ক করেছে ইসলামাবাদ। তিনি বলেন,  এ ধরনের তাড়াহুড়ো সিদ্ধান্তের কারণে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে গতকাল নিউইয়র্কে পৌঁছার পর গণমাধ্যমে সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন কোরেশি। এর আগে প্রধানমন্ত্রীর ইমরান খানের সঙ্গে কোরেশি দু'দিনব্যাপী সৌদি আরব সফর করেন।

ওই সফরের কথা উল্লেখ করে কোরেশি বলেন, “পাক প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি নেতাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান জটিল পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনার ভেতরে তিনি সৌদি আরবের প্রতি সংহতি জানিয়েছেন তবে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হয় এমন কোনো চটজলদি সিদ্ধান্ত না নেয়ার জন্য আমরা তাদেরকে সতর্ক করেছি।”

আরামকো তেল স্থাপনার ওপর ড্রোন হামলার পর সেখানে ব্যাপকভাবে আগুন ধরে যায়

গত সপ্তাহে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ জনসমর্থিত সেনারা সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর ড্রোন হামলা চালানোর ফলে দেশটির তেলের উৎপাদন অর্ধেক কমে গেছে। এ ঘটনায় সৌদি আরব ইরানকে দায়ী করে বক্তব্য দিয়েছে। এছাড়া অ্যামেরিকা শুরু থেকেই ইরানকে অভিযুক্ত করছে। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-যুবায়ের আরামকো তেল স্থাপনার ওপর হামলার জন্য ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ারও ঘোষণা দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২২