সত্যিকারের আইনের শাসনের পথে এখন সিরিয়া: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i74894-সত্যিকারের_আইনের_শাসনের_পথে_এখন_সিরিয়া_ইরান
সুইজারল্যান্ডের জেনেভা শহরে সিরিয়ার নতুন সংবিধান তৈরির জন্য গঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের প্রশংসা করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়া এখন সত্যিকারের আইনের শাসনের পথে উঠেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ৩১, ২০১৯ ১৬:১০ Asia/Dhaka
  • সিরিয়ার সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক
    সিরিয়ার সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক

সুইজারল্যান্ডের জেনেভা শহরে সিরিয়ার নতুন সংবিধান তৈরির জন্য গঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের প্রশংসা করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়া এখন সত্যিকারের আইনের শাসনের পথে উঠেছে।

সিরিয়ার সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক উপলক্ষে জাওয়াদ জারিফ জেনেভা শহর সফর করেন এবং সেখানে তিনি রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এছাড়া, সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর ও পেডারসনের সঙ্গেও বৈঠক করেন।

জাওয়াদ জারিফ

জেনেভা থেকে ফিরে জাওয়াদ জারিফ ওই বৈঠকের প্রশংসা করে টুইটারে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি বলেন, কয়েক বৎসরের বিপর্যয়কর যুদ্ধের পর সিরিয়া সত্যি কারের থে এখন আইনের শাসনের পথে হাঁটা শুরু করল। তিনি বলেন, এ পথ অনেক কঠিন কিন্তু এর কোনো বিকল্পও নেই।

গতকাল জেনেভা শহরের জাতিসংঘ দপ্তরে সিরিয়ার সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সরকারি, বিরোধী দলীয় ও সুশীল সমাজের অন্তত ১৫০ জন প্রতিনিধি অংশ নেন।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।