টুইটারের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: লেবাননের হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i74954-টুইটারের_সিদ্ধান্ত_রাজনৈতিক_উদ্দেশ্যপ্রণোদিত_লেবাননের_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংগঠনটির টুইটার একাউন্ট বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, রাজনৈতিক চাপের কাছে আত্মসমর্পন করে টুইটার কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। হিজবুল্লাহ পরিচালিত টিভি চ্যানেল আল মানার শনিবার জানিয়েছে, এটির বেশিরভাগ টুইটার একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ০৩, ২০১৯ ১০:০৬ Asia/Dhaka
  • টুইটারের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: লেবাননের হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংগঠনটির টুইটার একাউন্ট বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, রাজনৈতিক চাপের কাছে আত্মসমর্পন করে টুইটার কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। হিজবুল্লাহ পরিচালিত টিভি চ্যানেল আল মানার শনিবার জানিয়েছে, এটির বেশিরভাগ টুইটার একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

আল মানার বলেছে, মার্কিন সরকারের চাপের কাছে নতি স্বীকার করে আমেরিকা-ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের একাউন্টগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

লেবাননের জনগণের মধ্যে রাজনৈতিক দল হিসেবে হিজবুল্লাহর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেইসঙ্গে লেবাননের সরকার ও পার্লামেন্টে এই সংগঠনের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। কিন্তু তারপরও মার্কিন সরকার হিজবুল্লাহ’কে তার কালো সংগঠনগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এ ছাড়া, হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্বের অন্যান্য দেশ ও প্রতিষ্ঠানের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করে যাচ্ছে ওয়াশিংটন।

হিজবুল্লাহ পরিচালিত আল মানার টিভির লোগো

লেবানন জুড়ে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করার পর আল মানারের টুইটার একাউন্টগুলো বন্ধ করে দেয়া হলো। টুইটারের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, তারা কোনো ‘অবৈধ’ সংগঠনকে তাদের ওয়েবসাইট ব্যবহার করতে দেবেন না।

তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন আমেরিকা-ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সব সময় একথা দাবি করে আসছে যে, মার্কিন সরকারের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত দ্বারা তারা প্রভাবিত হয় না।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।