আসাদকে ক্ষমতাচ্যুত করা হবে ভুল: ওবামা
https://parstoday.ir/bn/news/west_asia-i7651-আসাদকে_ক্ষমতাচ্যুত_করা_হবে_ভুল_ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হবে ভুল সিদ্ধান্ত। গতকাল (রোববার) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি সিরিয়ায় মার্কিন কোনো পদাতিক সেনা মোতায়েন করার কথাও নাকচ করে দিয়েছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
এপ্রিল ২৪, ২০১৬ ১৮:২৩ Asia/Dhaka
  • আসাদকে ক্ষমতাচ্যুত করা হবে ভুল: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হবে ভুল সিদ্ধান্ত। গতকাল (রোববার) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি সিরিয়ায় মার্কিন কোনো পদাতিক সেনা মোতায়েন করার কথাও নাকচ করে দিয়েছেন।

ওবামা বলেন, “প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য সিরিয়ার মাটিতে পদাতিক সেনা পাঠানো আমেরিকা, ব্রিটেন কিংবা পশ্চিমা যেকোনো দেশের জন্য ভুল হবে।”

ওবামা এ সাক্ষাৎকারে আরো বলেন, সিরিয়া সংকটে ইরান, রাশিয়া ও তার ভাষায় মধ্যপন্থি বিরোধীদলসহ যত পক্ষ জড়িত আছে সবার উচিত ক্ষমতা হস্তান্তরের জন্য চাপ সৃষ্টি করা। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে বারাক ওবামা বলেন, “তারা যে পরিবেশ তৈরি করেছে তা ধীরে ধীরে আমরা নস্যাৎ করে দিতে পারব।”

২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে আমেরিকা ও তার কয়েকটি আরব মিত্র সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। তবে, এখন পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের হামলার তেমন কোনো প্রভাব দেখা যায় নি। অথচ রুশ বিমান বাহিনী হামলা চালিয়ে দায়েশ ও অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবস্থান তছনছ করে দিয়েছে। এ কাজে ইরান দিয়েছে গুরুত্বপূর্ণ সামরিক পরামর্শ।#

সিরাজুল ইসলাম/২৪