জর্দানে মার্কিন দূতাবাসের সামনে প্রচণ্ড বিক্ষোভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসার নামে কথিত যে শান্তি পরিকল্পনা বা ডিল অব দ্যা সেঞ্চুরি প্রকাশ করেছেন তার প্রতিবাদে শত শত মানুষ জর্দানের রাজধানী আম্মানে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন।
প্রচণ্ড ঠাণ্ডা ও বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন এবং তারা মার্কিন-বিরোধী নানা স্লোগান দেন। এ সময় বিক্ষোভকারীরা মার্কিন ও ইসরাইলি পতাকায় আগুন ধরিয়ে দেন। গতকালের এ মিছিলে জর্দানের কয়েকজন সংসদ সদস্য যোগ দিয়েছিলেন। রাজধানী আম্মানে ছাড়াও আল-জার্ক এবং আজলুন প্রদেশেও কয়েকটি বিক্ষোভ হয়েছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে কথিত শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। সে সময় তার সঙ্গে ছিলেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে ফিলিস্তিনের কোনো নেতা সেখানে উপস্থিত ছিলেন না।
এরইমধ্যে ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ ট্রাম্পের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরাসরি বলেছেন, তিনি ইহুদবিাদী ইসরাইল ও আমেরিকার সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করবে।#
পার্সটুডে/এসআইবি/৮