আরব আমিরাত মধ্যপ্রাচ্যে গোলযোগ সৃষ্টি করেছে: তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i79850-আরব_আমিরাত_মধ্যপ্রাচ্যে_গোলযোগ_সৃষ্টি_করেছে_তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, ইয়েমেন ও লিবিয়ায় হস্তক্ষেপ করে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে গোলযোগ সৃষ্টি করেছে। সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মধ্যে যখন সম্পর্কের মারাত্মক টানাপোড়েন চলছে তখন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আমিরাতের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ১৩, ২০২০ ১৮:৩৯ Asia/Dhaka
  • মেভলুত চাভুসওগ্লু
    মেভলুত চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, ইয়েমেন ও লিবিয়ায় হস্তক্ষেপ করে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে গোলযোগ সৃষ্টি করেছে। সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মধ্যে যখন সম্পর্কের মারাত্মক টানাপোড়েন চলছে তখন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আমিরাতের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন।

তুরস্কের আকিত টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে গতকাল (মঙ্গলবার) বলেন, “মিশরকে সঙ্গে নিয়ে সংযুক্ত আরব আমিরাত পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আমরা কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বলতে পারি যে, এই কাজটি করছে সংযুক্ত আরব আমিরাত।”

লিবিয়ায় আমিরাতপন্থি গেরিলাদের হামলা

তিনি বলেন, তারাই হচ্ছে সেই শক্তি যারা ইয়েমেনকে ধ্বংস করেছে এবং লিবিয়াকে অমীমাংসিত অবস্থায় রেখেছে। মিশর, গ্রিস, সাইপ্রাস ও ফ্রান্সকে নিয়ে সংযুক্ত আরব আমিরাত তুরস্কের বিরুদ্ধে যৌথ বিবৃতি দেয়ার একদিন পর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/১৩