মিশরে জাতীয় পতাকায় অগ্নিসংযোগে ক্ষুব্ধ কুয়েত সরকার
-
কুয়েতের উন্নয়নে বিদেশি শ্রমিকদের ব্যাপক ভূমিকা রয়েছে
কুয়েতে মিশরের এক নাগরিককে মারধরের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।
মিশরীয় নাগরিককে বেদম প্রহারের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর মিশরে কুয়েত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এবং বিক্ষোভকারীরা কুয়েতি পতাকায় আগুন দিয়েছে। একইসঙ্গে কুয়েতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছে।
মিশরীয় জনগণের এ ধরণের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছে কুয়েত সরকার। মিশরে অবস্থিত কুয়েতি দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মিশরে যা ঘটেছে তা কুয়েতের সরকার ও জনগণের জন্য অত্যন্ত কষ্টকর। এ ধরণের অপমানকর পদক্ষেপ কুয়েতি জনগণের হৃদয়ে আঘাত হেনেছে।
কুয়েতি দূতাবাস সতর্ক করে আরও বলেছে, কুয়েতের জাতীয় পতাকা ও ব্যক্তিত্বদের অবমাননা অব্যাহত থাকলে তা দুই দেশের ভ্রাতৃপ্রতীম সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। মিশর সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে কুয়েতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। মিশরের বহু নাগরিক কুয়েতে বিভিন্ন পেশায় নিযুক্ত রয়েছেন।#
পার্সটুডে/এসএ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।