মধ্যপ্রাচ্যের আরব শাসকরা ‘কেনা ভৃত্যের’ মতো আচরণ করছেন: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i82272-মধ্যপ্রাচ্যের_আরব_শাসকরা_কেনা_ভৃত্যের’_মতো_আচরণ_করছেন_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করে দিয়ে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সেবা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৫, ২০২০ ০৭:১৬ Asia/Dhaka
  • হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করে দিয়ে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সেবা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি ইসরাইলের বিরুদ্ধে ২০০৬ সালে হিজবুল্লাহর ৩৩ দিনের যুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে এক ভাষণে এ মন্তব্য করেন। সাইয়্যেদ নাসরুল্লাহ তেল আবিবের সঙ্গে আবু ধাবির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সমঝোতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের কিছু আরব শাসক আমেরিকার ‘কেনা ভৃত্যের’ মতো আচরণ করছেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে অবৈধ ও দখলদার ইসরাইল প্রথমবারের মতো নিজের অস্তিত্বকে বিপদের মুখোমুখি দেখতে পায়।তিনি ওই যুদ্ধে হিজবুল্লাহর প্রতি ইরান ও সিরিয়ার সহযোগিতার কথা স্মরণ করে বলেন, লেবাননের জনগণ কখনো এই সাহায্যের কথা ভুলে যাবে না।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।