১ম বিশ্বযুদ্ধের স্মরণে সৌদির অনুষ্ঠানে বোমা হামলা; আহত ৪
https://parstoday.ir/bn/news/west_asia-i84567-১ম_বিশ্বযুদ্ধের_স্মরণে_সৌদির_অনুষ্ঠানে_বোমা_হামলা_আহত_৪
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। জেদ্দা নগরীর এ অনুষ্ঠানে ইউরোপের বহু কূটনীতিক উপস্থিত ছিলেন।র
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১১, ২০২০ ১৯:৩০ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। জেদ্দা নগরীর এ অনুষ্ঠানে ইউরোপের বহু কূটনীতিক উপস্থিত ছিলেন।র

ফ্রান্স-২৪ চ্যানেল জানিয়েছে, অমুসলিমদের একটি কবরস্থানে বোমার বিস্ফোরণ ঘটে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জেদ্দা নগরীতে অবস্থিত তাদের  কন্স্যুলেটসহ কয়েকটি ইউরোপীয় কন্স্যুলেট এই অনুষ্ঠানের আয়োজন করে।  মন্ত্রণালয় জানিয়েছে, ঘরে তৈরি বোমার সাহায্যে আজ সকালে এ হামলা চালানো হয়।  

কে বা কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে কেউ কোনো দায়িত্ব স্বীকার করে নি।#

পার্সটুডে/এসআইবি/১১