সন্ত্রাসীদের হামলায় সিরিয়ার ২৫ নাগরিক নিহত
(last modified Thu, 31 Dec 2020 02:52:51 GMT )
ডিসেম্বর ৩১, ২০২০ ০৮:৫২ Asia/Dhaka
  • দায়েশ সন্ত্রাসীদের ফাইল ফটো
    দায়েশ সন্ত্রাসীদের ফাইল ফটো

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশের সন্ত্রাসীদের হামলায় অন্তত ২৫ জন নাগরিক নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল (বুধবার) দেইর আজ-যোর প্রদেশের প্রধান সড়কে একটি বাস লক্ষ্য করে সন্ত্রাসীরা ওই হামলা চালায়। এতে ২৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায় নি বার্তা সংস্থা সানা।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি দাবি  করছে, ওই হামলায় সিরিয়ার ৩০ সেনা নিহত হয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা শুরু করেছে। পরে উপায়হীন হয়ে সিরিয়ার সরকার ইরান এবং রাশিয়ার কাছে সন্ত্রাসীদের মোকাবেলায় সহযোগিতা চায়। দেশ দুটি শুরু থেকেই সিরিয়ার সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করে আসছে।#

পার্সটুডে/এসআইবি/৩১