ইসরাইলি সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ চুরি
https://parstoday.ir/bn/news/west_asia-i85804-ইসরাইলি_সামরিক_ঘাঁটি_থেকে_অস্ত্র_ও_গোলাবারুদ_চুরি
ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ চুরি হয়েছে। ইসরাইলি দৈনিক ‘ইয়াদিউত অহারোনোত’ এ খবর দিয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ০৪, ২০২১ ১৬:৩১ Asia/Dhaka
  • ইসরাইলি সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ চুরি

ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ চুরি হয়েছে। ইসরাইলি দৈনিক ‘ইয়াদিউত অহারোনোত’ এ খবর দিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের ‘আন নাকাব' এলাকায় প্রশিক্ষণের কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি থেকে গোলাবারুদ চুরি হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এর সঙ্গে জড়িত। তাদেরকে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি।

পত্রিকাটি আরও জানিয়েছে, তারা জানতে পেরেছে ৫ দশমিক ৫৬ মিলিমিটার ব্যাসার্ধের ৯৩ হাজারের বেশি গুলি চুরি হয়েছে। এই চুরির ঘটনাকে বড় ধরণের দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটির গোলাবারুদের গুদাম থেকেও ব্যাপক পরিমাণ বিস্ফোরক চুরি হয়েছে।

ইসরাইলে গত কয়েক বছরে অস্ত্র ও গোলাবারুদ চুরি যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত বছর আল-জালিল সামরিক ঘাঁটি থেকে এম-সিক্সটিন মডেলের ৪৬টি রাইফেল চুরি হয়। এছাড়া কারমিয়িল ঘাঁটি থেকে ১৫ ধরণের বিভিন্ন অস্ত্র খোয়া যায়।

প্রতি বছরই ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো থেকে অস্ত্র চুরি যাওয়ার একাধিক ঘটনা ঘটে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।