গ্রিসে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে ইসরাইল ও আমিরাত
(last modified Sun, 17 Jan 2021 15:20:43 GMT )
জানুয়ারি ১৭, ২০২১ ২১:২০ Asia/Dhaka
  • আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে একটি এফ-৩৫ বিমান
    আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে একটি এফ-৩৫ বিমান

গ্রিসে অনুষ্ঠেয় যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে ইহুদিবাদী ইসরাইল এবং পারস্য উপসাগরীয় আরব দেশ সংযুক্ত আরব আমিরাত। গত আগস্ট মাসে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই প্রথম তারা প্রকাশ্য সামরিক সহযোগিতায় অন্তর্ভুক্ত হচ্ছে।

গতকাল (শনিবার) ইহুদিবাদী ইসরাইলের সামরিক সূত্রগুলো এই খবর দিয়েছে। ইসরাইলের দৈনিক মারিভ পত্রিকা সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক সামরিক মহড়ার অংশ হিসেবে ইসরাইল ওই মহড়ায় যুক্ত হবে।

গ্রিসে অনুষ্ঠেয় এই মহড়ায় আমেরিকা, কানাডা, স্লোভাকিয়া, স্পেন এবং সাইপ্রাসের যুদ্ধবিমান অংশ নেবে। তবে ঠিক কবে মহড়াটি অনুষ্ঠিত হবে তার সুনির্দিষ্ট তারিখ জানায়নি ইসরাইলেরও ই পত্রিকা।

পত্রিকাটি বলছে, এর আগেও আরব আমিরাত ইসরাইলের সঙ্গে মহড়ায় যোগ দিয়েছে কিন্তু এবারই তারা প্রকাশ্যে ইসরাইলের সঙ্গে প্রকাশ্য মহড়ায় অংশ নিচ্ছে।

ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে গ্রিসের যখন সামরিক উত্তেজনা চলছে তখন এথেন্স এই মহড়ার আয়োজন করছে।#

পার্সটুডে/এসআইবি/১৭