ইয়েমেনিদের প্রতিরোধকামীতার গোপন রহস্য ইসলামের প্রতি অবিচল থাকা: আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i86802-ইয়েমেনিদের_প্রতিরোধকামীতার_গোপন_রহস্য_ইসলামের_প্রতি_অবিচল_থাকা_আনসারুল্লাহ
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালেক বদরুদ্দিন আল হুথি বলেছেন, গত ছয় বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের কঠোর এবং নজিরবিহীন অন্যায় অবরোধের মুখে ইয়েমেনি জনগণের টিকে থাকার গোপন রহস্য হচ্ছে ইসলামের মৌলিক নীতির প্রতি অবিচল এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকা।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২১ ১৭:৪০ Asia/Dhaka
  • ইয়েমেনিদের প্রতিরোধকামীতার গোপন রহস্য ইসলামের প্রতি অবিচল থাকা: আনসারুল্লাহ

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালেক বদরুদ্দিন আল হুথি বলেছেন, গত ছয় বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের কঠোর এবং নজিরবিহীন অন্যায় অবরোধের মুখে ইয়েমেনি জনগণের টিকে থাকার গোপন রহস্য হচ্ছে ইসলামের মৌলিক নীতির প্রতি অবিচল এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকা।

বিশ্বনবী (সা)'র প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতেমা জাহরা (সা)'র পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল (মঙ্গলবার) রাতে এক বাণীতে আনসারুল্লাহর মহাসচিব বিশ্বের মুসলিম নারীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকে ইসলামের শত্রুদের সবচেয়ে নোংরা কাজ হচ্ছে মুসলিম নারীদের মৌলিক বিশ্বাস, মূল্যবোধ এবং তাদের চারিত্রিক বৈশিষ্টের ওপর নানাভাবে আঘাত হানা এবং তাদেরকে ব্যবহার ব্যবহার করে নানা ফ্যাসাদ সৃষ্টি করা।  

আব্দুল মালেক বদরুদ্দিন আল হুথি বলেন, ইসলামের মৌলিক নীতি এবং ভিত্তির প্রতি অবিচল থাকার ফলে সবক্ষেত্রে শত্রুদের মোকাবেলায় ইয়েমেনে জনগণ ঐক্যবদ্ধ হতে সক্ষম হয়েছে।  তিনি আরো বলেন, ইসলামের মৌলিক ভিত্তির প্রতি অবিচল থাকার ফলে ইয়েমেনি জনগণ গত ছয় বছর ধরে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের বর্বর অবরোধ মোকাবেলা করতে সক্ষম হয়েছে।  

২০১৫ সাল থেকে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র আরব দেশ দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এ কারণে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় ধরনের মানবিক সংকটের মুখে রয়েছে ইয়েমেন। অথচ বিশ্বের বেশিরভাগ দেশ এ বিষয়ে নীরব।#

পার্সটুডে/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।