দুবাইয়ের রাজকন্যা লতিফার ভিডিও প্রকাশ; বন্দিজীবনের বর্ণনা
https://parstoday.ir/bn/news/west_asia-i87536-দুবাইয়ের_রাজকন্যা_লতিফার_ভিডিও_প্রকাশ_বন্দিজীবনের_বর্ণনা
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আলে মাকতুমের মেয়ে লতিফা আলে মাকতুম এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তার জীবন হুমকির মুখে। একটি বাড়িতে তাকে বন্দী করে রাখা হয়েছে। তার বাবাই অপহরণ করে সেখানে আটকে রেখেছেন বলে তিনি দাবি করেছেন। কয়েকটি গোপন ভিডিও বার্তায় এসব তথ্য জানিয়েছেন রাজকন্যা লতিফা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ১৮:৫০ Asia/Dhaka
  • রাজকন্যা লতিফা
    রাজকন্যা লতিফা

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আলে মাকতুমের মেয়ে লতিফা আলে মাকতুম এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তার জীবন হুমকির মুখে। একটি বাড়িতে তাকে বন্দী করে রাখা হয়েছে। তার বাবাই অপহরণ করে সেখানে আটকে রেখেছেন বলে তিনি দাবি করেছেন। কয়েকটি গোপন ভিডিও বার্তায় এসব তথ্য জানিয়েছেন রাজকন্যা লতিফা।

পরিবারের নির্যাতনের মুখে ২০১৮ সালে সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন দুবাইয়ের রাজপরিবারের এই প্রিন্সেস। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে তিনি ধরা পড়ে যান। ওই ঘটনা সারা বিশ্বে আলোচনার জন্ম দেয়।

এবারের গোপন ভিডিওতে লতিফাকে বলতে শোনা যায়,নৌকায় পালিয়ে যাওয়ার সময় কমান্ডোরা তাকে আটক করেন এবং আবারও আটককেন্দ্রে নিয়ে যান।

রাজকুমারী লতিফার বাবা শেখ মোহাম্মাদ বিন রশিদ আলে মাকতুম একাধারে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাই স্টেটের রাজা।

লতিফা ভিডিও-তে আরও জানিয়েছেন, চিকিৎসাসেবা এবং আইনি–সহায়তা ছাড়াই একটি বাগানবাড়িতে তিনি বন্দী রয়েছেন। বাড়িটির দরজা ও জানাজা খোলা যায় না। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাড়িটি পাহারা দেয়।

কয়েক মাস ধরে নিজের ফোনে গোপনে ভিডিওগুলো রেকর্ড করেন লতিফা। শৌচাগারের ভেতরে ভিডিওগুলো রেকর্ড করা হয়। কারণ, একমাত্র শৌচাগারের দরজাই বন্ধ করার সুযোগ রয়েছে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।