ইরাকে মার্কিন লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে আবারও হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i89412-ইরাকে_মার্কিন_লজিস্টিক_ইকুইপমেন্ট_বহনকারী_গাড়ি_বহরে_আবারও_হামলা
ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী আরও একটি গাড়ি বহরে হামলা হয়েছে। আজ (বুধবার) ইরাকের সাবেরিন টিভি চ্যানেল জানিয়েছে, উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের দুজাইল জেলা পার হওয়ার সময় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহর হামলার শিকার হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ৩১, ২০২১ ১৬:২৫ Asia/Dhaka
  • ফাইল ছবি
    ফাইল ছবি

ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী আরও একটি গাড়ি বহরে হামলা হয়েছে। আজ (বুধবার) ইরাকের সাবেরিন টিভি চ্যানেল জানিয়েছে, উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের দুজাইল জেলা পার হওয়ার সময় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহর হামলার শিকার হয়েছে।

টিভির খবরে বলা হয়েছে, এই হামলায় বহরের দু’টি গাড়ি ধ্বংস হয়েছে।  

এর আগে গতকাল (মঙ্গলবার) বাগদাদ ও যিকার প্রদেশে আলাদা দু'টি মার্কিন গাড়ি বহরে হামলা হয়।

তবে এখন পর্যন্ত নতুন এই হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি।

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।

এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে।

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি সম্প্রতি ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই।

ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।