ইসরাইলের আয়ু খুব শিগগিরই ফুরিয়ে যাবে: সাইয়্যেদ নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i91188-ইসরাইলের_আয়ু_খুব_শিগগিরই_ফুরিয়ে_যাবে_সাইয়্যেদ_নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের লাইফটাইম শেষ হয়ে এসেছে এবং কিছু সুনির্দিষ্ট আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিজের ধ্বংস ঠেকাতে পারবে না তেল আবিব।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ০৬, ২০২১ ০৫:০৫ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের লাইফটাইম শেষ হয়ে এসেছে এবং কিছু সুনির্দিষ্ট আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিজের ধ্বংস ঠেকাতে পারবে না তেল আবিব।

তিনি বুধবার আল-মানার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “ইসরাইলের আয়ু খুব শিগগিরই ফুরিয়ে যাবে।এটির লাইফটাইমের আর খুব অল্প সময় বাকি আছে।”

ইহুদিবাদী ইসরাইল গভীর রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকটে জর্জরিত- উল্লেখ করে হিজবুল্লাহ নেতা বলেন, “এমনকি সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিগুলিও ইসরাইলি দখলদারিত্বকে রক্ষা করতে পারবে না।”

ইমাম খোমেনেী (রহ.)

প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবারের মতো আগামীকালও (শুক্রবার) পালিত হতে যাচ্ছে বিশ্ব কুদস দিবস। ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে মুসলমানদের প্রথম ক্বিবলা আল-কুদসসহ গোটা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামি ইরানের স্থপতি ইমাম খোমেনেী (রহ.) এ দিবস পালনের ডাক দিয়েছিলেন।  

কুদস দিবসকে সামনে রেখে দেয়া ভাষণে হিজবুল্লাহ নেতা আরো বলেন, তার প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিন মুক্ত করার সংকল্পে অটল রয়েছে। তিনি ইসরাইলের কবল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার কাজে এগিয়ে আসার জন্য গোটা মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।