সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে; আসাদের জয়ের সম্ভাবনা বেশি
সিরিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোর সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
রাজধানী দামেস্ক, হাসাকা, নাবল, আয-যাহরা ও দেইর আয-যোর সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি বলে জানা গেছে।
আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আগের নির্বাচনগুলোর তুলনায় এবার ভোটার উপস্থিতি অনেক বেশি।
বার্তাসংস্থা ইউনিউজ ছবি প্রকাশ করে লিখেছে, নাবল ও আয-যাহরা এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
সিরিয়ার বিচারমন্ত্রী আহমাদ আস সাইয়্যেদ বলেছেন, দেইর আয-যোর প্রদেশে ভোটার উপস্থিতি বেশি হওয়ায় সেখানে নতুনকরে ব্যালট বাক্স পাঠাতে হয়েছে।
এবারের নির্বাচনে তিন জন প্রার্থী রয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট ও প্রার্থী বাশার আল আসাদ তার স্ত্রীকে নিয়ে আজ দামেস্কের দুমা শহরে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে বাশার আসাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে বিভিন্ন জরিপ সংস্থা জানিয়েছে।
২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ ও সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে বাশার আসাদের নেতৃত্বাধীন সরকার ও সেনাবাহিনী সন্ত্রাসবাদ মোকাবেলায় সফল হয়েছে।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।