আগ্রাসীদের মুখপাত্র হিসেবে কাজ করছে জাতিসংঘ: আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i93444-আগ্রাসীদের_মুখপাত্র_হিসেবে_কাজ_করছে_জাতিসংঘ_আনসারুল্লাহ
ইয়েমেনে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, দারিদ্র্যপীড়িত দেশটির ওপর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গত ছয় বছর ধরে যে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তার মুখপাত্র হিসেবে কাজ করছে জাতিসংঘ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২০, ২০২১ ১৪:০২ Asia/Dhaka
  • আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের ফাইল ফটো
    আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের ফাইল ফটো

ইয়েমেনে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, দারিদ্র্যপীড়িত দেশটির ওপর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গত ছয় বছর ধরে যে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তার মুখপাত্র হিসেবে কাজ করছে জাতিসংঘ।

ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলনকে জাতিসংঘের কালো তালিকায় রাখার ব্যাপারে সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বার্ষিক সিদ্ধান্ত ঘোষণা করার পর আনসারুল্লাহ একথা বলল।

শিশু অধিকার লঙ্ঘনের জন্য আনসারুল্লাহকে কালো তালিকাভুক্ত করে জাতিসংঘ। গুতেরেসের এ সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেছে আনসারুল্লাহ আন্দোলন।

গতরাতে আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক বুরো ঘোষণা করেছে, গুতেরেসের পদক্ষেপ এই প্রমাণ বহন করে যে, বিশ্ব সংস্থাটি মূল্যহীন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যাকে বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলো ব্যবহার করে ফায়দা লুটছে এবং নিপীড়িত জাতিগুলোর অধিকার কেড়ে নিয়েছে।

এ অবস্থায় জাতিসংঘকে নিরপেক্ষ থাকা ভালো এবং আগ্রাসী জোটের মুখপাত্র হিসেবে কাজ না করা উচিত। এছাড়া, উল্টাপাল্টা ও হাস্যকর বিবৃতি দেয়া থেকেও জাতিসংঘের বিরত থাকা দরকার।

আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরো থেকে আরো বলা হয়েছে, সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করা অন্যায় হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২০