ইরাকের ইরবিল বিমানবন্দরে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i94248-ইরাকের_ইরবিল_বিমানবন্দরে_অবস্থিত_মার্কিন_ঘাঁটিতে_ক্ষেপণাস্ত্র_হামলা
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। আজ (বুধবার) ভোররাতে বিমানবন্দরটিতে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরবিল বিমানবন্দরে মার্কিন সেনাঘাঁটি অবস্থিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৭, ২০২১ ০৫:৫৬ Asia/Dhaka
  • ইরবিল বিমানবন্দরে একটি মার্কিন সামরিক বিমানের অবতরণের দৃশ্য (ফাইল ছবি)
    ইরবিল বিমানবন্দরে একটি মার্কিন সামরিক বিমানের অবতরণের দৃশ্য (ফাইল ছবি)

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। আজ (বুধবার) ভোররাতে বিমানবন্দরটিতে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরবিল বিমানবন্দরে মার্কিন সেনাঘাঁটি অবস্থিত।

ইরাকের সাবেরিন নিউজ এ খবর জানিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরক বোঝাই পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়েও বিমানবন্দরটিতে হামলা চালানো হয়। এসব হামলার পরপরই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করে এর সব বাতি নিভিয়ে ফেলা হয়।তবে এসব হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর এখনও প্রকাশ করা হয়নি।

এর আগে সোমবার ইরানের আনবার প্রদেশে অবস্থিত  মার্কিন সেনা ঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা হয়।একইদিন রাতে বাগদাদস্থ মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয় এবং মার্কিন সেনারা অন্তত একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করে।

কে বা কারা এসব হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে ইরাকের জনগণ তাদের দেশে মার্কিন সেনা উপস্থিতি মেনে নিতে রাজি নয়। দেশটির পার্লামেন্ট ২০২০ সালের জানুয়ারি মাসে একটি আইন পাস করে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।