নতুন মেয়াদে শপথ নিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i94706-নতুন_মেয়াদে_শপথ_নিলেন_সিরিয়ার_প্রেসিডেন্ট_বাশার_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ আজ (শনিবার) দেশটির সংসদে নতুন মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন। আগামী আরও সাত বছর তিনি ক্ষমতায় থাকবেন। আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, বাশার আসাদ আজ সংসদে উপস্থিত হলে সবাই তাকে স্বাগত জানান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ১৭, ২০২১ ১৬:২৩ Asia/Dhaka
  • সংসদে সবার সামনে শপথ নিচ্ছেন বাশার আসাদ
    সংসদে সবার সামনে শপথ নিচ্ছেন বাশার আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ আজ (শনিবার) দেশটির সংসদে নতুন মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন। আগামী আরও সাত বছর তিনি ক্ষমতায় থাকবেন। আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, বাশার আসাদ আজ সংসদে উপস্থিত হলে সবাই তাকে স্বাগত জানান।

এরপর তিনি সংবিধান মেনে সবার সামনে নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের রাজনীতিবিদ, আলেম, ক্রীড়াবিদ, সাংবাদিক, শিল্পী এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথ শেষে প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, যেসব জাতি স্বাধীনতা ও মুক্তির পথ বেছে নিয়েছে তারা কখনো নিজেদের অধিকার রক্ষার সংগ্রামে ক্লান্ত হয় না। তিনি আরও বলেন, অনেকেই সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল। কিন্তু জনগণ ঐক্যবন্ধ থেকে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে।

বাশার আসাদ

এ সময় তিনি প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটার উপস্থিতির প্রশংসা করে বলেন, এর মধ্যদিয়ে সিরিয়ার মানুষের সচেতনতা ফুটে উঠেছে। জনগণই সরকারকে বৈধতা দেয় বলে তিনি মন্তব্য করেন।

গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে বাশার আসাদ ৯৫ শতাংশ ভোট পেয়ে আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।