ইয়েমেনের সর্ববৃহৎ বিমান ঘাঁটিতে হাদিপন্থী ৩০ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i96602-ইয়েমেনের_সর্ববৃহৎ_বিমান_ঘাঁটিতে_হাদিপন্থী_৩০_সেনা_নিহত
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী দেশের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের আল-আনাদ সামরিক বিমান ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে দায় দফায় হামলা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৯, ২০২১ ১৫:৩১ Asia/Dhaka
  • আল-আনাদ সামরিক বিমান ঘাঁটির ওপর হুথিদের ড্রোন হামলা
    আল-আনাদ সামরিক বিমান ঘাঁটির ওপর হুথিদের ড্রোন হামলা

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী দেশের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের আল-আনাদ সামরিক বিমান ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে দায় দফায় হামলা চালিয়েছে।

হাদিপন্থী সেনাদের মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব জানিয়েছেন, হুথি ও তাদের সমর্থিত সামরিক বাহিনী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ সেনা নিহত ও ৬০ জন আহত হয়েছে। 

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল প্রাথমিকভাবে জানিয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ সাতটি মৃতদেহ গ্রহণ করেছে এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছে। অবশ্য কোনো কোনো সূত্র থেকে দাবি করা হয় যে, হুথিদের হামলায় দুজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে।

আল-নাকিব স্বীকার করেছেন, হামলায় হতাহতের ঘটনা ঘটেছে তবে তিনি সঠিক সংখ্যা উল্লেখ করেন নি। হাদি সরকারের অনুগত একজন কর্মকর্তা হতাহতের খবর নিশ্চিত করেছেন। এছাড়া,  স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন তারা আল-আনাদ এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। অবশ্য এ ব্যাপারে হুথিরা কোনো মন্তব্য করে নি।#

পার্সটুডে/এসআইবি/২৯