তুরস্কের দাবি প্রত্যাখ্যান করল তালেবান; বিমানবন্দরের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি
https://parstoday.ir/bn/news/west_asia-i96618-তুরস্কের_দাবি_প্রত্যাখ্যান_করল_তালেবান_বিমানবন্দরের_দায়িত্ব_কাউকে_দেওয়া_হয়নি
আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তুরস্ককে দেওয়া হয়নি। এ সংক্রান্ত খবরের কোনো সত্যতা নেই।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ২৯, ২০২১ ১৮:২৬ Asia/Dhaka
  • জবিউল্লাহ মুজাহিদ
    জবিউল্লাহ মুজাহিদ

আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তুরস্ককে দেওয়া হয়নি। এ সংক্রান্ত খবরের কোনো সত্যতা নেই।

তিনি আজ (রোববার) আরও বলেন, তুরস্কের সেনাবাহিনী কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে বলে খবর রটানো হয়েছে। কিন্তু এটা সম্ভব নয়। কারণ আফগান জনগণ কোনো বিদেশি সেনা উপস্থিতি আর মেনে নেবে না।

তালেবান গোষ্ঠীই খুব শিগগিরই কাবুল বিমানবন্দরের দায়িত্ব গ্রহণ করবে বলে তিনি জানান।

এর আগে শুক্রবার তুরস্কের সরকার এক বিবৃতিতে দাবি করেছিল, কাবুল বিমানবন্দর পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য তালেবান আঙ্কারাকে অনুরোধ জানিয়েছে। তালেবানের আবেদনের ইতিবাচক জবাব দেওয়া হয়েছে বলেও ঐ বিবৃতিতে দাবি করা হয়েছিল।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।