‘সিরিয়ায় ইরানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই’
https://parstoday.ir/bn/news/west_asia-i98080-সিরিয়ায়_ইরানের_সঙ্গে_কোনো_দ্বন্দ্ব_নেই’
সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইয়েফিমভ বলেছেন, সিরিয়ার চলমান সংকট নিরসন ও কার্যকর সমাধানের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া ঘনিষ্ঠভাবে কাজ করছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরটি আরবি বিভাগকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন ইয়েফিমভ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ০১, ২০২১ ১৫:১৩ Asia/Dhaka
  • আলেকজান্ডার ইয়েফিমভ
    আলেকজান্ডার ইয়েফিমভ

সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইয়েফিমভ বলেছেন, সিরিয়ার চলমান সংকট নিরসন ও কার্যকর সমাধানের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া ঘনিষ্ঠভাবে কাজ করছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরটি আরবি বিভাগকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন ইয়েফিমভ।

সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত সিরিয়া ইস্যুতে ইরানের সঙ্গে তার দেশের দ্বন্দ্বের কথা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “সিরিয়ায় ইরান ও রাশিয়ার মধ্যে কিছু সময়ের জন্য দ্বন্দ্বের কথা শোনা গেছে। শত্রুপক্ষ এটি প্রচার করেছে যারা সিরিয়ায় ইরান ও রাশিয়ার মধ্যে মতভেদ দেখতে আগ্রহী। আমি ব্যক্তিগতভাবে ইরান ও রাশিয়ার মধ্যে এমন কোনো দ্বন্দ্বের কথা জানি না।”

সিরিয় সহিংসতায় এমনিভাবে শরণার্থী হয়েছে লাখো মানুষ

রুশ কূটনীতিক জোর দিয়ে বলেন, সিরিয়ায় অভিন্ন কারণে ইরান ও রাশিয়া পরস্পরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে। রাশিয়ার মতো ইরানও দামেস্ক সরকারের আমন্ত্রণে বৈধভাবে সিরিয়ায় উপস্থিত রয়েছে। গত কয়েক বছর ধরে সিরিয়ায় যে গুরুতর সংকট চলে আসছে তা নিরসনে তেহরান ও মস্কো দামেস্ক সরকারকে সাহায্য করছে। এসব বিষয়ে দু দেশের মধ্যে উচ্চ পর্যায়সহ সব পর্যায়ে লাগাতার যোগাযোগ রয়েছে। এতে চমৎকার সব ফলাফল আসছে বলে মনস্তব্য করেন আলেুকজান্ডার ইয়েফিমভ।#

পার্সটুডে/এসআইবি/১