আগামী মার্চের মধ্যে ইউরোপে মারা যেতে পারে ৫ লাখ মানুষ
(last modified Sun, 21 Nov 2021 04:48:05 GMT )
নভেম্বর ২১, ২০২১ ১০:৪৮ Asia/Dhaka
  • ড. হ্যান্স ক্লুজ
    ড. হ্যান্স ক্লুজ

জরুরি ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ইউরোপ মহাদেশে আগামী মার্চের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে পাঁচ লাখ মানুষ মারা যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল (শনিবার) এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক ডক্টর হ্যান্স ক্লুজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তিনি নতুন করে কোভিড-১৯ এর মহামারী ছড়িয়ে পড়ার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। করোনার কারণে এরইমধ্যে ইউরোপের অনেক দেশ নতুন করে লকডাউন দিতে বাধ্য হয়েছে।

লকডাউনে আইফেল টাওয়ার এলাকা (ফাইল ফটো)

ড. হ্যান্স বলেন, “বর্তমান পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষায় আরো অনেক পদক্ষেপ নিতে হবে। কোভিড-১৯ আরেকবার আমাদের এই অঞ্চলে মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।”

ইউরোপ জুড়ে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে হ্যান্স ক্লুজ শীত মৌসুমের আগমণ ও কম মাত্রায় টিকা গ্রহণকে দায়ী করেন। এর আগে গত বৃহস্পতিবারই তিনি ইউরোপের ৫৩টি দেশে করোনা বিস্তারের হারে গভীর উদ্বোগ প্রকাশ করেন।#

পার্সটুডে/এসআইবি/২১