আফগানিস্তানকে সাহায্য করার মতো সক্ষমতা একমাত্র ইরানের আছে
https://parstoday.ir/bn/news/world-i100988-আফগানিস্তানকে_সাহায্য_করার_মতো_সক্ষমতা_একমাত্র_ইরানের_আছে
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির ভাই হাসমত গনি বলেছেন, দুই দশকের যুদ্ধে বিধ্বস্ত তার দেশকে সাহায্য করার মতো সক্ষমতা একমাত্র ইরানের আছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২১ ০৯:৪১ Asia/Dhaka
  • সাহার আফগানিস্তান টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে কথাি বলছেন অর্থনীতিবিদ হাসমত গনি (ডানে)
    সাহার আফগানিস্তান টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে কথাি বলছেন অর্থনীতিবিদ হাসমত গনি (ডানে)

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির ভাই হাসমত গনি বলেছেন, দুই দশকের যুদ্ধে বিধ্বস্ত তার দেশকে সাহায্য করার মতো সক্ষমতা একমাত্র ইরানের আছে।

সাহার আফগানিস্তান টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অর্থনীতিবিদ হাসমত গনি এই মন্তব্য করেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবানের দেশ দখলের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি একথা বলেন।

মার্কিন আগ্রাসনের পর আফগানিস্তানের উন্নয়নে অন্য দেশগুলোর সহযোগিতার ব্যাপারে অনীহা অথবা অক্ষমতার কথা উল্লেখ করে হাসমত গনি বলেন, ইরানের সাহায্য ছাড়া আফগান পরিস্থিতির উন্নয়ন ঘটানো কোনভাবেই সম্ভব হতো না এবং এখনো ইরানই একমাত্র দেশ যে প্রকৃত অর্থেই আফগানিস্তানকে সাহায্য করতে পারে।

আফগানিস্তানের এই অর্থনৈতিক বিশেষজ্ঞ সুস্পষ্ট করে বলেন, ইরানের সক্ষমতা আছে; অন্যদিকে পাকিস্তান, চীন এবং রাশিয়া আফগানিস্তানকে সম্ভবত সাহায্য করতে চাইবে না।

হাসমত গনি আরো বলেন, গত ৪০ বছরে আফগানিস্তান থেকে বেশকিছু বিনিয়োগকারী ইরানে চলে গেছেন এবং আফগান জনশক্তির একটা বিরাট অংশ শরণার্থী হিসেবে প্রতিবেশী এই দেশে আশ্রয় নিয়েছেন। একারণে ইরান বিনিয়োগকারীর দিক থেকে এবং শ্রমশক্তির দিক থেকে -দুভাবেই অবদান রাখতে পারে এবং তা আফগানিস্তানের অর্থনীতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে।#

পার্সটুডে/এসআইবি/৮