'আমেরিকা গণতন্ত্রকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে ব্যবহার করছে'
https://parstoday.ir/bn/news/world-i101138-'আমেরিকা_গণতন্ত্রকে_গণবিধ্বংসী_অস্ত্র_হিসেবে_ব্যবহার_করছে'
বিশ্বের বিভিন্ন দেশে হস্তক্ষেপ করা এবং বিভক্তি ও গোলযোগ সৃষ্টির জন্য আমেরিকা গণতন্ত্রকে গণবিধ্বংসী মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ (শনিবার) এক বিবৃতিতে এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১১, ২০২১ ২২:১৩ Asia/Dhaka
  • কথিত গণতন্ত্র সম্মেলনে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (বামে)
    কথিত গণতন্ত্র সম্মেলনে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (বামে)

বিশ্বের বিভিন্ন দেশে হস্তক্ষেপ করা এবং বিভক্তি ও গোলযোগ সৃষ্টির জন্য আমেরিকা গণতন্ত্রকে গণবিধ্বংসী মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ (শনিবার) এক বিবৃতিতে এ কথা বলেছেন।

গত ৯ ও ১০ ডিসেম্বর মার্কিন সরকার কথিত গণতন্ত্র সম্মেলনের আয়োজন করে। এতে বিশ্বের অন্তত ১১০টি দেশকে আমন্ত্রণ জানানো হয় তবে চীন ও রাশিয়ার মতো দেশকে আমন্ত্রণ জানানো হয় নি। এরপর চীনের পক্ষ থেকে এই বিবৃতি দেয়া হলো।

মার্কিন গণতন্ত্র সম্মেলনের বিষয়টি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যবেক্ষণ করে আসছিল। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ প্রতিবাদ সাজিয়ে ও সরকার পরিবর্তনের মতো ঘটনা ঘটিয়ে থাকে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র অনলাইন বিবৃতিতে আরো বলেন, বিভক্তি এবং সংঘর্ষ উসকে দেয়ার জন্য আমেরিকা গণতন্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মার্কিন গণতন্ত্রকে দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ বলেও তিনি উল্লেখ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১১