সাবেক সেনা সদস্যদের চাকুরিচ্যুত করবে তালেবান সরকার!
https://parstoday.ir/bn/news/world-i101546-সাবেক_সেনা_সদস্যদের_চাকুরিচ্যুত_করবে_তালেবান_সরকার!
আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির সাবেক সেনা সদস্যদের চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাওয়া গেছে। তালেবানের শুদ্ধিকরণ কমিশনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২২, ২০২১ ০৯:৪৭ Asia/Dhaka
  • আফগানিস্তানের রাস্তায় তালেবান সেনা সদস্যের টহল
    আফগানিস্তানের রাস্তায় তালেবান সেনা সদস্যের টহল

আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির সাবেক সেনা সদস্যদের চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাওয়া গেছে। তালেবানের শুদ্ধিকরণ কমিশনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর জানিয়েছে।

কান্দাহারে তালেবানের শুদ্ধিকরণ কমিশন গতকাল তাদের সেনা কমান্ডারদের এই মর্মে নির্দেশ দিয়েছে যে, সাবেক সরকারের সেনা সদস্যদের পাশাপাশি যাদের বিরুদ্ধে ‘শরিয়ত বিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদেরকে চাকুরিচ্যুত করতে হবে।

এমন সময় কমিশনের এ নির্দেশ ঘোষিত হলো যখন তালেবান এর আগে বহুবার বলেছে, সাবেক সরকারের সামরিক ও বেসামরিক ব্যক্তিদের চাকুরিচ্যুত করা হবে না বরং তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবে।

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি ইসলামাবাদে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির ১৭তম বিশেষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়েও এ বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন।

তিনি বলেন, তাদের সরকার স্বল্পতম সময়ের মধ্যে সকল সরকারি অফিস চালু করেছে এবং এই মুহূর্তে সাবেক সরকারের পাঁচ লাখেরও বেশি কর্মী এসব সরকারি অফিস-আদালতে চাকরি করছেন।তিনি আরো দাবি করেন, তালেবান সাবেক সরকারের কোনো কর্মীর বিরুদ্ধে প্রতিশোধমূলক বা বৈষম্যমূলক আচরণ করেনি।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।