নেপালে অনুষ্ঠিত হলো হজরত ফাতিমা (সা. আ.) সম্পর্কে আন্তর্জাতিক সেমিনার
(last modified Sun, 09 Jan 2022 14:11:15 GMT )
জানুয়ারি ০৯, ২০২২ ২০:১১ Asia/Dhaka
  • সেমিনারে উপস্থিত কয়েকজন অতিথি
    সেমিনারে উপস্থিত কয়েকজন অতিথি

নেপালে প্রথমবারের মতো হজরত ফাতিমা (সা. আ.) এবং নারী সম্পর্কে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার) অনুষ্ঠিত এই সেমিনারে বিভিন্ন ধর্মের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের পাশাপাশি সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

হজরত ফাতিমা (সা.) মানব পূর্ণতার শিখর শীর্ষক এই সেমিনার আয়োজনে প্রধান ভূমিকা পালন করেছে কাঠমান্ডুর ইসলামিক সেন্টার অব দ্য ওয়ার্ল্ড ফেডারেশন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই সেমিনারে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেওয়ায় তা শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছে। একইসঙ্গে সেখানে শিয়া-সুন্নি মুসলমানেরা পারস্পরিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের প্রমাণ রেখেছেন। 

হজরত ফাতিমা (সা. আ.) সম্পর্কিত এই আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেপালের হিন্দু ধর্মগুরু যোগী চন্দ্রনাথ মহারাজ। এছাড়া, উপস্থিত ছিলেন নেপালের জাতীয় মাদ্রাসা শিক্ষা পরিষদের সাবেক সভাপতি মাওলানা মান্সুর আহমদ আরফি, খ্রিস্টান ধর্মগুরু ডাম্বার থাপা এবং শিখ ধর্মগুরু গ্রন্থি সোহান সিংহ। 

সেমিনারে মির্জা ইয়াসুব আব্বাস ও ডা. মেহদী মুসাভিও নবী নন্দিনী হজরত ফাতিমা জাহরা (সা. আ.)'র জীবনাদর্শ ও নারীর মর্যাদা সম্পর্কে বক্তব্য রাখেন।

বহু ধর্মের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সেমিনার শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।#

পার্সটুডে/ আবুসাঈদ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ