লস অ্যাঞ্জেলসে পুলিশের গুলিতে নিহত শিশুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/world-i102382-লস_অ্যাঞ্জেলসে_পুলিশের_গুলিতে_নিহত_শিশুর_অন্ত্যেষ্টিক্রিয়া_অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পুলিশের গুলিতে ১৪ বছরের এক শিশুসহ দুইজন নিহত হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ১১, ২০২২ ১৮:২৪ Asia/Dhaka

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পুলিশের গুলিতে ১৪ বছরের এক শিশুসহ দুইজন নিহত হয়।

গণমাধ্যমে জানিয়েছে, একটি কাপড়ের দোকানে পুলিশের গুলিতে ট্রায়াল রুমে থাকা ওই মেয়ের মৃত্যু হয়। বৃহস্পতিবার জন্মদিনের জন্য ওই শিশু মায়ের সঙ্গে জামা কিনতে সেখানে এসেছিল। পুলিশ জানিয়েছে, দোকানের ভেতর থেকে গোলাগুলির তথ্যের ভিত্তিতে পাল্টা গুলি চালান তারা। এঘটনায় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  
তবে, ঘটনাস্থলে কোনো বন্দুক পাওয়া যায়নি। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিচার বিভাগ এ ঘটনার তদন্ত করছে। #

পার্সটুডে/আবুসাঈদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।