আফগানিস্তানের শীতার্ত মানুষের কাছে জ্বালানি পাঠালো ইরান
https://parstoday.ir/bn/news/world-i102548-আফগানিস্তানের_শীতার্ত_মানুষের_কাছে_জ্বালানি_পাঠালো_ইরান
আফগানিস্তানের রাজধানী কাবুলের শীতার্ত মানুষের জন্য জ্বালানি পাঠিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ১৫, ২০২২ ১৮:২৩ Asia/Dhaka
  • আফগানিস্তানের শীতার্ত মানুষের কাছে জ্বালানি পাঠালো ইরান

আফগানিস্তানের রাজধানী কাবুলের শীতার্ত মানুষের জন্য জ্বালানি পাঠিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

কাবুলের অনেক মানুষেরই শীত মোকাবেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তাদের কাছে খনিজ কয়লা ও কাঠ পৌঁছে দেওয়া হয়েছে। একেকটি পরিবারকে অন্তত ২০ ডলার মূল্যের জ্বালানি দেওয়া হয়েছে।

কাবুলের মানুষের জ্বালানি চাহিদা মেটানোর ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি মাজার শরীফসহ অন্যান্য এলাকাতে জ্বালানি সরবরাহের পরিকল্পনা রয়েছে ইরান সরকারের।

এর আগে ইরান আফগানিস্তানের জনগণের কাছে চাল, আটা, চিনি ও ওষুধসহ বিভিন্ন ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

আফগানিস্তানে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত সাইয়্যেদ হাসান মুর্তাজাভি বলেছেন, সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী প্রতিবেশী আফগানিস্তানের জনগণের জন্য ত্রাণ সাহায্য পাঠানো অব্যাহত থাকবে। বিশেষকরে শীতকালে এই প্রক্রিয়া জোরালো থাকবে।#        

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।