ইউক্রেনে শিগগিরই পূর্ণমাত্রার রুশ হামলা শুরু হতে পারে: অস্ট্রেলিয়া
https://parstoday.ir/bn/news/world-i104270-ইউক্রেনে_শিগগিরই_পূর্ণমাত্রার_রুশ_হামলা_শুরু_হতে_পারে_অস্ট্রেলিয়া
রাশিয়া ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৯:২৯ Asia/Dhaka
  • স্কট মরিসন
    স্কট মরিসন

রাশিয়া ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

তার মতে, ইউক্রেনে রুশ হামলা কার্যত শুরু হয়ে গেছে। পূর্ণমাত্রায় শুরু হতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই।

এর আগে আমেরিকাও একই ধরণের কথা বলেছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, ইউক্রেনে রাশিয়া যে পদক্ষেপ নিয়েছে তা অগ্রহণযোগ্য এবং মস্কো বিনা প্ররোচনায় এ ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে।

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান তিনি। মরিসন বলেন, অস্ট্রেলিয়ার এ নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হবে ব্যাংক, পরিবহন, জ্বালানি, তেল, গ্যাস ও টেলিযোগাযোগ খাত।

অস্ট্রেলিয়া তার অংশীদারদের নিয়ে একত্রে রাশিয়ার বিপক্ষে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন স্কট মরিসন।

ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহী-নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে গত সোমবার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি রুশ সেনা পাঠানোরও নির্দেশ দিয়েছেন।

ন্যাটোর সম্প্রসারণ ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে বিরোধের মধ্যেই ঐ দুই অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দিল রাশিয়া#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।