ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১৮:০০ Asia/Dhaka
  • রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক
    রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

ইউক্রেন সামরিক অভিযান চালানোর কারণে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। পশ্চিমা অর্থ বাজার থেকে যাতে রাশিয়া বিচ্ছিন্ন হয়ে পড়ে সে লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার।

ব্রিটিশ সরকার আজ (সোমবার) জানিয়েছে, ব্রিটেনের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রুশ কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারবে না। একইসঙ্গে রাশিয়ার অর্থ মন্ত্রণালয় এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেন করা যাবে না

ব্রিটিশ সরকার আরো জানিয়েছে, তাদের এই পদক্ষেপের কারণে রাশিয়ার কোম্পানিগুলো ব্রিটিশ অর্থবাজারের কোনো কিছু ব্যবহার করতে পারবে না

ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক বলেন, রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞা আরোপের মধ্যদিয়ে এ কথাই পরিষ্কার হচ্ছে যে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের জবাবে আমরা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" ব্রিটিশ সরকার জানিয়েছে, চলতি সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে আরো কিছু ব্যবস্থার কথা জানানো হবে

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সেনাদেরকে  ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। এর বিরোধিতা করে আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো এখন রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে

পার্সটুডে/এসআইবি/২৮

ট্যাগ