আমেরিকাকে মারাত্মক পরিণতির হুঁশিয়ারি দিল চীন
https://parstoday.ir/bn/news/world-i104922-আমেরিকাকে_মারাত্মক_পরিণতির_হুঁশিয়ারি_দিল_চীন
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটো জোটের মতো নতুন সামরিক জোট গঠনের প্রচেষ্টার ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে চীন। একইসঙ্গে তাইওয়ান ইস্যু নিয়ে চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে বেইজিং।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ০৮, ২০২২ ১৪:১৯ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
    চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটো জোটের মতো নতুন সামরিক জোট গঠনের প্রচেষ্টার ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে চীন। একইসঙ্গে তাইওয়ান ইস্যু নিয়ে চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে বেইজিং।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর মতো সামরিক জোট গঠন করাই হচ্ছে আমেরিকার আসল লক্ষ্য। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এই খবর দিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই ধরনের সামরিক জোট গঠনের প্রচেষ্টা এ অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সহযোগিতার অভিন্ন আকাঙ্ক্ষার বিপরীত। এই প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।”

তাইওয়ান ইস্যুতে চীন ও আমেরিকার মধ্যে দিন দিন সম্পর্ক তিক্ত হয়ে উঠছে

ওয়াং ই আরো বলেন, ওয়াশিংটনের তৎপরতা শুধু তাইওয়ানের জন্য আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করবে না বরং আমেরিকার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে। তিনি আরো বলেন, চূড়ান্ত পরিণতিতে তাইওয়ানকে মূল ভূখণ্ডে ফিরে আসতে হবে।

এক চীন নীতির আওতায় বেইজিং তাইওয়ানকে চীনের অংশ বলে মনে করে এবং বিশ্বের প্রায় সব দেশ চীনের এই অবস্থানকে স্বীকৃতি দেয়। আমেরিকাও চীনের এই নীতিকে স্বীকৃতি দিয়েছে কিন্তু বেশ কয়েক বছর ধরে তারা তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার উসকানি দিচ্ছে। চীনকে এড়িয়ে ওয়াশিংটন তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বিক্রি করে আসছে।#

পার্সটুডে/এসআইবি/৮