পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানালেন ওবামা!
-
আণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া জাপানি নাগরিককে সান্ত্বনা দিচ্ছেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন। জাপানের হিরোশিমা শহর সফরের সময় তিনি আজ (শুক্রবার) এ আহ্বান জানান।
৭১ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে এই শহরে মার্কিন বাহিনী আণবিক বোমা হামলা চালিয়েছিল। এটিই ছিল বিশ্বে প্রথম পরমাণু বোমা হামলার ঘটনা। এর তিন দিন পর নাগাসাকি শহরে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটায় আমেরিকা।
হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে বারাক ওবামা বলেন, “আকাশ থেকে মৃত্যু ফেলা হয়েছিল আর তখনই বিশ্ব পাল্টে গিয়েছিল।” ১৯৪৫ সালের ৬ আগস্টের সেই আণবিক বোমা হামলায় নিহতদের স্মরণে হিরোশিমা শহরে এই পিস পার্ক গড়ে তোলা হয়েছে। সেদিনের সে হামলায় এক লাখ ৪০ হাজার মানুষ মারা গিয়েছিল। আর নাগাসাকি শহরে মারা গিয়েছিল অন্তত ৭০ হাজার মানুষ।
এদিকে, পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেও বারাক ওবামা আণবিক বোমা হামলার জন্য জাপানের কাছে ক্ষমা চান নি। পাশাপাশি তিনি যে পরমাণু অস্ত্রমুক্ত গড়ার কথা বলেছেন তাও অনেক দ্বিচারিতা। কারণ একদিকে তিনি পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার কথা বলছেন অন্যদিকে, এখনো তার দেশের হাতে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র মজুদ রয়েছে। এছাড়া, পুরনো অস্ত্র আধুনিকায়নের কাজ করার জন্য প্রতিবছর হাজার হাজার কোটি ডলার খরচ করছে।
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭