কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: ইরান-আমেরিকা-ইংল্যান্ড একই গ্রুপে
(last modified Sat, 02 Apr 2022 03:59:50 GMT )
এপ্রিল ০২, ২০২২ ০৯:৫৯ Asia/Dhaka
  • কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: ইরান-আমেরিকা-ইংল্যান্ড একই গ্রুপে

কাতারের রাজধানী ২০২২ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণ করা ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত আগেই হয়েছে। যে তিনটি দল বাকি রয়েছে সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয় প্লে-অফের জয়ী দল দিয়ে।

বিশ্বজুড়ে যুদ্ধ-বিবাদ বন্ধের আহ্বান জানিয়ে ড্র আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু করেন ফিফা সভাপতি ইনফান্তিনো। শুরুতে ২০১৮ সালের বিশ্বকাপ থেকে এ যাবত পৃথিবী ছেড়ে যাওয়া কিংবদন্তি যেমন দিয়েগো ম্যারাডোনা, গার্ডন ব্যাঙ্কস, পাওলো রসি গার্ড মুলারকে স্মরণ করা হয়।

আগেই ঠিক করা ছিল স্বাগতিক কাতার হবে ‘এ’ গ্রুপের এক নম্বর দল। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কোন গ্রুপে পড়বে কোন দেশ।

ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী ড্রয়ের জন্য চারটি পট-এ রাখা হয় দলগুলোকে। স্বাগতিক কাতারের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দলকে রাখা হয় এক নম্বর পটে। দলগুলো হলো- ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল। র‌্যাঙ্কিংয়ের পরের আটটি দল পট-২ এ, পরের আটটি পট-৩ এ।

র‍্যাঙ্কিং অনুযায়ী পরের পাঁচ দল ও বাকি থাকা দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ এবং ইউরোপিয়ান প্লে-অফ জয়ী দলকে রাখা হয় চার নম্বর পটে।

ড্রতে একই গ্রুপে পড়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। সে হিসেবে তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে ল্যাতিন আমেরিকার দুই জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনা। অন্যদিকে ইসলামি প্রজাতন্ত্র ইরান পড়েছে আমেরিকা ও ইংল্যান্ডের গ্রুপে। ফিফার সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী ইংল্যান্ড ৫, আমেরিকা ১৫ এবং ইরান ২১ নম্বরে অবস্থান করছে।

ড্রয়ে কোন দেশ কোন গ্রুপে

গ্রুপ এ

কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ বি

ইংল্যান্ড, আমেরিকা, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।

গ্রুপ সি

আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ ডি

ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমির।

গ্রুপ ই

স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড।

গ্রুপ এফ

বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ জি

ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ এইচ

পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।

আগামী ২১ নভেম্বর শুরু উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। আর ১৮ ডিসেম্বর শেষ হবে বিশ্বকাপ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ