পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন আগামীকাল, প্রার্থী শাহবাজ ও কোরেশি
https://parstoday.ir/bn/news/world-i106434-পাকিস্তানের_প্রধানমন্ত্রী_নির্বাচন_আগামীকাল_প্রার্থী_শাহবাজ_ও_কোরেশি
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আগামীকাল (সোমবার) নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। আজ ছিল এই পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সুযোগ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১০, ২০২২ ১৮:৩৩ Asia/Dhaka
  • কোরেশি (বামে) ও শাহবাজ (ডানে)
    কোরেশি (বামে) ও শাহবাজ (ডানে)

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আগামীকাল (সোমবার) নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। আজ ছিল এই পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সুযোগ।

পাকিস্তানের বিরোধী জোটের প্রার্থী ও পিএমএল-এন সভাপতি শাহবাজ শরীফ এবং পিটিআইয়ের শাহ মাহমুদ কোরেশি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে গতরাতে দেশটির সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে ইমরানের বিপক্ষে ১৭৪টি ভোট পড়ে। পার্লামেন্টের ৩৪২ আসনের মধ্যে ইমরান খানের সরকারের পতনের জন্য ১৭২ জনের সমর্থনের প্রয়োজন ছিল। ফলে, প্রধানমন্ত্রীর পদটি শূন্য হয়ে যায়।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আগামীকাল (সোমবার) দুপুর ২টায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হবে বলে জানানো হয়েছে।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পার্টির প্রধান শাহবাজ শরিফই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ এতদিন প্রধান বিরোধী দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইমরান খানের নেতৃত্বাধীন সরকার পতনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।