নিউ ইয়র্কে সাবওয়েতে বন্দুকধারীর নির্বিচার গুলি, আহত অন্তত ১৭
-
গুলিবর্ষণের পর পুলিশের উদ্ধার তৎপরতা
আমেরিকার নিউইয়র্ক শহরের ব্রুকলিন সিটির একটি সাবওয়েতে বন্দুকধারীর নির্বিচার গুলিতে অন্তত ১৭ যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ব্যাপকভাবে গুলিবর্ষণের আগে বন্দুকধারী সেখানে স্মোক বোম ছুঁড়ে মারে।
নিউ ইয়র্ক পুলিশ বলছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ম্যানহাটনগামি ট্রেনটি ব্রুকলিন সানসেট পার্ক এলাকার স্টেশনে পৌঁছানোর পর একব্যক্তি ট্রেনের ভেতরে স্মোক বোমা ছুঁড়ে মারে। এরপর ধোঁয়ায় আচ্ছন্ন ট্রেনটিতে সে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। এ সময় হামলাকারী ৩৩ রাউন্ড গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনার পর নিউইয়র্ক শহরের সাবওয়েতে জননিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।

বন্দুকধারীর গুলিতে সরাসরি আহত হয়েছেন ১০ জন যাদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। বাকিরা আহত হয়েছেন ব্যাপক ধোয়া ও হুড়োহুড়ির কারণে।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে গুলিবর্ষণ এ ঘটনাকে কেন্দ্র করে মোট ২৯ ব্যক্তি বিভিন্ন মাত্রায় আহত হন। পুলিশ এরইমধ্যে সন্দেহভাজন ব্যক্তির নাম ফ্রাঙ্ক আর জেমস বলে জানিয়েছে যার বয়স ৬২ বছর। ঘটনাস্থল থেকে একটি গাড়ি আটক করা হয়েছে যা ফিলাডেলফিয়া থেকে ভাড়া নেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে ফ্রাঙ্ক আর জেমস হত্যাকাণ্ডের আগে এই গাড়িটি ব্যবহার করেছে।#
পার্সটুডে/এসআইবি/১৩