রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার যুদ্ধাপরাধের অভিযোগ ‘ভন্ডামিপুর্ণ’: ওমর ইলহান
https://parstoday.ir/bn/news/world-i106806-রাশিয়ার_বিরুদ্ধে_আমেরিকার_যুদ্ধাপরাধের_অভিযোগ_ভন্ডামিপুর্ণ’_ওমর_ইলহান
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বর্বরতা ও যুদ্ধাপরাধ প্রমাণ করতে চাইলে আমেরিকার উচিত আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যোগ দেয়া। তিনি বলেন, যে মার্কিন প্রশাসন ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য রাশিয়ার বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করছে সেই আমেরিকা আজ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় নি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৮, ২০২২ ১২:২৪ Asia/Dhaka
  • ইলহান ওমর
    ইলহান ওমর

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বর্বরতা ও যুদ্ধাপরাধ প্রমাণ করতে চাইলে আমেরিকার উচিত আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যোগ দেয়া। তিনি বলেন, যে মার্কিন প্রশাসন ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য রাশিয়ার বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করছে সেই আমেরিকা আজ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় নি।

রোম ঘোষণার মধ্যদিয়ে ১৯৯৮ সালে আইসিসি প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সাল থেকে এটি কার্যকর হয়। সেই সময়কার মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আইসিসি প্রতিষ্ঠিত হওয়ার চুক্তিতে সই করলেও তিনি বলেছিলেন, এই আদালতের কার্যকারিতা মূল্যায়ন করার আগ পর্যন্ত তিনি এটি অনুসমর্থনের জন্য সিনেটে পেশ করবেন না।

পরবর্তীতে প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ রোম ঘোষণা থেকে আমেরিকার স্বাক্ষর প্রত্যাহার করে নেন এবং তার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই। শুধু তাই নয়, আমেরিকার কোনো নির্বাচিত নেতা বা সামরিক কর্মকর্তাকে এই আদালতের বিচারের আওতায় আনা যাবে না হলে আইন তৈরি করে রেখেছে। কিন্তু আমেরিকা এই আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার কোনো শত্রু দেশকে বিচারের আওতায় আনতে কখনো লজ্জাবোধ করে না।

আমেরিকার এই সাংঘর্ষিক অবস্থানকে লক্ষ্য করে ওমর ইলহান তার সাম্প্রতিক বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, যেসব দেশ এই আদালতের সদস্য নয় তারা মূলত এই আদালতের অস্তিত্বের বিরোধিতা করে, সেখানে আমেরিকা কি করে রাশিয়ার বিরুদ্ধে এই অপরাধ আদালতের মাধ্যমে তদন্ত দাবি করে? আমেরিকার এই দাবিকে মারাত্মক রকমের ভণ্ডামিপূর্ণ অবস্থান বলে উল্লেখ করেন ইলহান ওমর।#

পার্সটুডে/এসআইবি/১৮