মারিউপোলে রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি; শহর ছাড়ছেন অবশিষ্ট বেসামরিক মানুষ
https://parstoday.ir/bn/news/world-i107454-মারিউপোলে_রাশিয়ার_একতরফা_যুদ্ধবিরতি_শহর_ছাড়ছেন_অবশিষ্ট_বেসামরিক_মানুষ
ইউক্রেনের মারিউপোলে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। শহরের অবশিষ্ট বেসামরিক লোকদের অন্যত্র সরিয়ে নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৩, ২০২২ ১৬:০৫ Asia/Dhaka
  • মারিউপোলে রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি; শহর ছাড়ছেন অবশিষ্ট বেসামরিক মানুষ

ইউক্রেনের মারিউপোলে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। শহরের অবশিষ্ট বেসামরিক লোকদের অন্যত্র সরিয়ে নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই বন্দর-শহরেই রয়েছে বিখ্যাত আজভস্তাল ইস্পাত কারখানা। সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছেন অনেকেই। তাদেরকে সরিয়ে নেওয়ার কাজও চলছে। এরইমধ্যে ইস্পাত কারখানা থেকে বহু লোককে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

ইস্পাত কারখানার ভেতরের ভিডিও চিত্রে দেখা যায়, ধ্বংসস্তূপ মাড়িয়ে বেসামরিক লোকজন বাসে উঠছেন। মারিউপোলের বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি রোববার রুশ নিয়ন্ত্রিত ভূখণ্ডের অস্থায়ী একটি আশ্রয়কেন্দ্রে পৌঁছেছেন।

জাতিসংঘ ও রুশ সামরিক যানের একটি বাসে চড়ে এই বেসামরিক লোকজন মারিউপোলের ৩০ কিলোমিটার পূর্বে বেজিমেনে গ্রামে পৌঁছান্

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। মস্কো বলেছে, কেউ যদি অস্ত্র সমর্পণ করে রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে মারিউপোল শহর থেকে বের হতে দেওয়া হবে।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।