পারমাণবিক হামলার আশঙ্কায় পশ্চিমা বিশ্ব; প্রত্যাখ্যান করল রাশিয়া
(last modified Fri, 06 May 2022 13:15:34 GMT )
মে ০৬, ২০২২ ১৯:১৫ Asia/Dhaka
  • এলেক্সি জাইতসেভ
    এলেক্সি জাইতসেভ

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা নেই বলে আবারও ঘোষণা করেছে রাশিয়া। আজ (শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র এলেক্সি জাইতসেভ এ ঘোষণা দেন।

তিনি আরও বলেছেন, পারমাণবিক হামলার শিকার না হলে রাশিয়া এই অস্ত্র ব্যবহার করবে না। রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে পশ্চিমারা আশঙ্কা প্রকাশের পর তিনি এ মন্তব্য করলেন।

সম্প্রতি কয়েকজন পশ্চিমা কর্মকর্তা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ঝুঁকি আছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক উইলিয়াম বার্নস গত ১৪ এপ্রিল বলেছিলেন, পারমাণবিক হামলার বিষয়টি আমরা কেউ হালকাভাবে নিতে পারব না।

দুই মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনে হামলা শুরুর পরপরই দেশটি পারমাণবিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থানে থাকার নির্দেশ দেন প্রেসিডেন্ট পুতিন। 

এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো শঙ্কা প্রকাশ করে বলছে, রাশিয়া কোণঠাসা হয়ে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।#

পার্সটুডে/এসএ/৬ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ