ইউক্রেনে আরো হাইপ্রোফাইল অতিথির আগমন, কুকুর পেল সম্মান সূচক পদক
https://parstoday.ir/bn/news/world-i107708-ইউক্রেনে_আরো_হাইপ্রোফাইল_অতিথির_আগমন_কুকুর_পেল_সম্মান_সূচক_পদক
ইউক্রেনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরো শীর্ষ পর্যায়ের ব্যক্তি এবং সরকার ও রাষ্ট্রপ্রধানদের সফর অনুষ্ঠিত হয়েছে। এ তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৯, ২০২২ ১৩:০৯ Asia/Dhaka
  • ইউক্রেনে অঘোষিতভাবে সফর করেন জাস্টিন ট্রুডো
    ইউক্রেনে অঘোষিতভাবে সফর করেন জাস্টিন ট্রুডো

ইউক্রেনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরো শীর্ষ পর্যায়ের ব্যক্তি এবং সরকার ও রাষ্ট্রপ্রধানদের সফর অনুষ্ঠিত হয়েছে। এ তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি গতকাল (রোববার) ইউক্রেনের রাজধানী কিয়েভে সফর করেন। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এবং কিয়েভের প্রতি অটোয়ার অব্যাহত সমর্থনের ঘোষণা দেন।

অঘোষিত সফরে এসে জাস্টিন ট্রুডো কিয়েভে তার দেশের দূতাবাস আবার চালু করার কথা জানান। ট্রুডোর কার্যালয় থেকে বলা হয়েছে, ইউক্রেনের প্রতি কানাডার সমর্থন অব্যাহত রাখার কথা জানাতেই তিনি এই সফরে গেছেন।

ওলেনার সঙ্গে সাক্ষাৎ করেন জিল বাইডেন (বামে)

গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত কানাডা ইউক্রেনকে নয় কোটি ১৬ লাখ ডলারের সামরিক সহায়তা দিয়েছে এবং ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ইউক্রেনের জন্য অস্ত্রখাতে ৩৮ কোটি কোটি ৮০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে।

ট্রুডোর কিয়েভ সফরের দিন ইউক্রেনে আসেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। তিনি বিশ্ব মা দিবস উপলক্ষে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকার সঙ্গে স্লোভাকিয়া সীমান্তের একটি গ্রামে সাক্ষাৎ করেন।

কুকুরকে পদক দেন জেলেনস্কি

এদিকে, জাস্টিন ট্রুডোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একটি কুকুরকে সম্মানসূচক পদকে এ ভূষিত করেন। শত্রুপক্ষের মাইন শনাক্ত করার ক্ষেত্রে এই কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে পদক দেয়া হয়। ইউৃক্রেনের সরকারি সূত্রগুলো বলছে, কুকুরটি প্রায় ২০০ মাইন শনাক্ত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখেছে।#

পার্সটুডে/এসআইবি/৯