ন্যাটো  জোটে ফিনল্যান্ডের যোগ দেয়া ভুল হবে: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i107954-ন্যাটো_জোটে_ফিনল্যান্ডের_যোগ_দেয়া_ভুল_হবে_পুতিন
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দেয়া ফিনল্যান্ডের জন্য বড় ‘ভুল’ হবে বলে দেশটিকে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (শনিবার) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সউলি নিনিস্তোর সঙ্গে ফোনালাপের সময় একথা বলেন তিনি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১৫, ২০২২ ১৬:২৮ Asia/Dhaka
  • সউলি নিনিস্তো (বামে) ও ভ্লাদিমির পুতিন (ফাইল ফটো)
    সউলি নিনিস্তো (বামে) ও ভ্লাদিমির পুতিন (ফাইল ফটো)

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দেয়া ফিনল্যান্ডের জন্য বড় ‘ভুল’ হবে বলে দেশটিকে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (শনিবার) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সউলি নিনিস্তোর সঙ্গে ফোনালাপের সময় একথা বলেন তিনি।

এ বিষয়ে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, “দীর্ঘদিন ধরে নিরপেক্ষ থাকার নীতি অনুসরণ করে আসছিল ফিনল্যান্ড। সম্প্রতি এ নীতি পরিত্যাগ করে দেশটি পশ্চিমা ন্যাটো সামরিক জোটে যোগ দিতে চাইছে। ফিনল্যান্ডের নিরাপত্তার ওপর কোনো হুমকি নেই। এরপরও ন্যাটোয় যোগ দিলে দেশটি বড় ভুল করবে।”

ফিনল্যান্ডের সামরিক নীতির পরিবর্তনের ফলে দ্বিপক্ষীয় সহযোগিতাপূর্ণ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও ক্রেমলিন সতর্ক করেছে।

কিছুদিন আগেও ফিনল্যান্ডের সাধারণ মানুষের মধ্যে ন্যাটো জোটে যোগ দেয়া নিয়ে আগ্রহ ছিল না। চলতি বছরের জানুয়ারিতে দেশটির প্রধানমন্ত্রী সানা মারিন জানিয়েছিলেন, বর্তমান সরকারের আমলে ন্যাটোতে যোগদানের আবেদন করতে চায় না তার দেশ। তবে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ ন্যাটো জোটে যোগ দেয়ার পক্ষে মত দিয়েছেন। এছাড়া, সানা মারিনের অবস্থানও বদলে গেছে। এখন তিনি ন্যাটোতে যোগ দেয়ার বিষয়টি জাতীয় সংসদে তুলতে চান।

ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেয়ার সম্ভাবনার মুখে গতককাল দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।#

পার্সটুডে/এসআইবি/১৫