তেহরান-কারাকাসের সহযোগিতা জোরদার; ভেনিজুয়েলা কখনো উপনিবেশ হবে না: মাদুরো
-
মাদুরো
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী আবুল ফজল আমুয়ি বলেছেন, ইরান ও ভেনেজুয়েলার বিরুদ্ধে শত্রুতা করছে আমেরিকা। এই আগ্রাসন মোকাবিলায় যৌথ অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।
তেহরানে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূত হোসে রাফায়েল সিলভা আপোন্তে'র সঙ্গে এক বৈঠকে তিনি বলেন- ইরান ও ভেনিজুয়েলা বহু বছর ধরে সংহতি ও ঐক্যের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিচ্ছে, যা দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, আমুয়ি অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
এদিকে, ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হোসে রাফায়েল সিলভা আপোন্তে দুই দেশের সংসদের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন, আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও জোরদারের জন্য সব ধরনের কার্যক্রমকে সমর্থন করি এবং দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনেক মিল রয়েছে। এটা দুই দেশের সম্পর্ক বিস্তারে কার্যকর ভূমিকা রাখতে পারে।
ভেনিজুয়েলা কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না: মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বলেছেন, কারাকাস কখনোই কোনো আধিপত্যবাদী সাম্রাজ্যের উপনিবেশ বা দাসে পরিণত হবে না।
মাদুরো যুক্তরাষ্ট্র সরকারের হুমকির প্রসঙ্গ তুলে বলেন, স্বাধীনতা ও মুক্তির কোনো বিকল্প নেই। বর্তমানে ‘স্বাধীনতা অথবা উপনিবেশ’- এর মধ্যে একটিকে বেছে নেওয়ার সময়।
তিনি আরও বলেন, আমি নিজের এবং পুরো জাতির জান-প্রাণের শপথ করে বলছি, ভেনিজুয়েলা কখনোই কোনো আধিপত্যবাদী সাম্রাজ্য বা অন্য কারো ‘পিছনের উঠোন’, উপনিবেশ বা দাস হবে না।
গাজায় গণহত্যার প্রতিবাদে উরুগুয়ের ১৫৪ ইহুদির চিঠি
উরুগুয়েতে বসবাসরত বহু ইহুদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিজ দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারীরা ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদ হিসেবে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। চিঠিতে আরও বলা হয়, আমরা উরুগুয়ে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে, গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে অবিশ্বাস্য গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে মর্যাদা, মানবতা, সততা ও দৃঢ় সংকল্প নিয়ে অবস্থান গ্রহণ করুন।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।