ইউরোপীয় নেতাদের ইউক্রেন সফর সম্পর্কে মন্তব্য করল ক্রেমলিন
https://parstoday.ir/bn/news/world-i109346-ইউরোপীয়_নেতাদের_ইউক্রেন_সফর_সম্পর্কে_মন্তব্য_করল_ক্রেমলিন
ইউরোপীয় ইউনিয়নভুক্ত চার দেশের শীর্ষ নেতাদের ইউক্রেন সফর সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিন বলেছে, এ সফরের পর মস্কো আশা করে আরও বাস্তবভিত্তিক অবস্থান নেবে ইউক্রেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ১৭, ২০২২ ১০:০৪ Asia/Dhaka
  • ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ
    ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ

ইউরোপীয় ইউনিয়নভুক্ত চার দেশের শীর্ষ নেতাদের ইউক্রেন সফর সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিন বলেছে, এ সফরের পর মস্কো আশা করে আরও বাস্তবভিত্তিক অবস্থান নেবে ইউক্রেন।

গতকাল বৃহস্পতিবার জার্মানি, ফ্রান্স, ইতালি এবং রোমানিয়ার শীর্ষ নেতারা ইউক্রেন সফরে যান। এর পরপরই ক্রেমলিন এ সম্পর্কে প্রতিক্রিয়া জানায়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আলোচনার টেবিলে ইউক্রেনের ফিরে আসার ব্যাপারে মস্কো সন্দিহান।

রাশিয়া আশা করে, চার নেতা শুধু ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্য হওয়ার বিষয়টির প্রতি গুরুত্ব দেবেন না বরং এই চার নেতা মস্কোর বিষয়ে ইউক্রেনকে বাস্তব-ভিত্তিক অবস্থান গ্রহণ করতে সহযোগিতা করবেন।

ইউক্রেন সফরে ইউরোপের চার দেশের নেতারা

রাশিয়া আরো বলেছে, চার নেতা ইউক্রেনকে এমন অবস্থান নিতে উৎসাহিত করবে যার কারণে কিয়েভ আলোচনার টেবিলে ফিরে আসে। এর বিপরীতে যদি ইউরোপীয় নেতারা ইউক্রেনকে শুধু অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করেন তাহলে তা হবে একেবারে অর্থহীন।#

পার্সটুডে/এসআইবি/১৭