আটক মার্কিন নাগরিকরা অপরাধে জড়িত ছিল; ভাগ্য নির্ধারিত হবে আদালতে
https://parstoday.ir/bn/news/world-i109554-আটক_মার্কিন_নাগরিকরা_অপরাধে_জড়িত_ছিল_ভাগ্য_নির্ধারিত_হবে_আদালতে
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে আটক হওয়া আমেরিকার দুই নাগরিক নানা ধরনের অপরাধে জড়িত ছিল; তাদের ভাগ্য নির্ধারিত হবে আদালতে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২১, ২০২২ ১৭:৪০ Asia/Dhaka
  • অ্যান্ডি হিউন এবং আলেজান্ডার ড্রিউক
    অ্যান্ডি হিউন এবং আলেজান্ডার ড্রিউক

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে আটক হওয়া আমেরিকার দুই নাগরিক নানা ধরনের অপরাধে জড়িত ছিল; তাদের ভাগ্য নির্ধারিত হবে আদালতে।

তিনি আরো বলেন, “আটক দুই মার্কিন নাগরিক ভাড়াটে গেরিলা, তারা নিয়মিত সেনা নয়। তারা ইউক্রেনে এসে আমাদের সেনাদের ওপর গোলাগুলি বর্ষণ করেছে। তারা জনজীবনকে বিপদের মুখে ফেলেছে। ফলে জেনেভা কনভেনশন তাদের জন্য প্রযোজ্য হবে না। তারা যুদ্ধের নামে বেআইনি তৎপরতা চালিয়েছে; সেজন্য তাদেরকে ওইসব অপরাধের দায় নিতে হবে।”

আজ (মঙ্গলবার) রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, আটক দুই মার্কিন নাগরিক বর্তমানে পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে বন্দী অবস্থায় রয়েছে। ওই এলাকা রুশপন্থি গেরিলারা নিয়ন্ত্রণ করছে।

আটক মার্কিন নাগরিকদের পরিচয় প্রকাশ করেছে রাশিয়া। তাদের একজন হলো অ্যান্ডি হিউন এবং অন্যজন হলো আলেজান্ডার ড্রিউক। দুইজনই আমেরিকার অ্যালাবামা অঙ্গরাজ্য থেকে ইউক্রেনে এসেছে। রাশিয়া যদিও মৃত্যুদণ্ড দেয় না তবে দোনেস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র তা করে। এ কারণে ধারণা করা হচ্ছে আমেরিকার এই দুই নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে। দুইজনই আগে মার্কিন সামরিক বাহিনীতে কাজ করেছে।

 এর আগে ব্রিটেনের দুই নাগরিক ও মরক্কোর একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে দোনসবাসের আদালত।#

পার্সটুডে/এসআইবি/২১