রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর ঘোষণা দিল চীন
https://parstoday.ir/bn/news/world-i110222-রাশিয়ার_সঙ্গে_সম্পর্ক_বাড়ানোর_ঘোষণা_দিল_চীন
চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাউশু রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বহুমুখী অবকাঠামোর মধ্যে থেকে বেইজিং মস্কোর সঙ্গে সম্পর্ক বাড়াতে প্রস্তুত রয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ০৬, ২০২২ ১৮:৫২ Asia/Dhaka
  • চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাউশু
    চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাউশু

চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাউশু রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বহুমুখী অবকাঠামোর মধ্যে থেকে বেইজিং মস্কোর সঙ্গে সম্পর্ক বাড়াতে প্রস্তুত রয়েছে।

চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভের সঙ্গে এক বৈঠকের সময় চীনা মন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে চীন কৌশলগত সমন্বয় বাড়ানোর বিষয়েও আগ্রহী এবং বিভিন্ন খাতে প্রায়োগিক সহযোগিতা জোরদার করতে চায়।

আজ (বুধবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। মা ঝাউশু বলেন, জি-২০ হচ্ছে এমনই একটি কাঠামো যেখানে মস্কোর সঙ্গে চীন আরো বেশি সহযোগিতা করতে আগ্রহী।  

এদিকে, ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের অবকাশে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে ইউক্রেন সংঘাতের কারণে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যরাভরভের সঙ্গে তিনি বৈঠক করবেন না বলে জানিয়েছেন।#   

পার্সটুডে/এসআইবি/৬