আবার পদত্যাগপত্র দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i110846-আবার_পদত্যাগপত্র_দিয়েছেন_ইতালির_প্রধানমন্ত্রী
আবার পদত্যাগপত্র জমা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। গতকাল (বৃহস্পতিবার) তিনি প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার কাছে পদত্যাগপত্র জমা দেন। মিত্র দলগুলো সরকারের প্রতি সমর্থন সরিয়ে নেয়ার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করলেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২২, ২০২২ ০৯:৪১ Asia/Dhaka
  • ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি
    ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি

আবার পদত্যাগপত্র জমা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। গতকাল (বৃহস্পতিবার) তিনি প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার কাছে পদত্যাগপত্র জমা দেন। মিত্র দলগুলো সরকারের প্রতি সমর্থন সরিয়ে নেয়ার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করলেন তিনি।

গতকাল তার পদত্যাগপত্র জমা দেয়ার ফলে দেশটিতে আগাম নির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। আগামি সেপ্টেম্বর কিংবা অক্টোবরে এই নির্বাচন হওয়ার কথা। যদিও ততদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় থেকে যেতে পারেন দ্রাঘি।

গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, সাবেক ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দ্রাঘি ২০২১ সালে ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গত বুধবার তিনি সিনেটে একটি আস্থা ভোটে জয় পেয়েছেন। কিন্তু তার তিন মিত্র দল তার প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে এই সরকার টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে।

ইতালির প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, দ্রাঘির পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট তবে তার সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করে যেতে বলেছেন।

গত সপ্তাহে মারিও দ্রাঘির সরকার থেকে ফাইভ স্টার মুভমেন্ট সমর্থন প্রত্যাহার করে নিলে প্রধানমন্ত্রী পদত্যাগ করার কথা জানান কিন্তু প্রেসিডেন্ট ম্যাটেরেলা তার পদত্যাগপত্র গ্রহণ করেন নি।#

পার্সটুডে/এসআইবি/২২